এ কেমন শহর? বাড়িগুলো যেন গিলে খাচ্ছে রাস্তা !
বাগান নেই, গেটের উপর মাধবী আর কুঞ্জলতার নেই কানাকানি।
এ শহরে কি উঠোন ছিল কখনো যেখানে ঝুলি রেখে
দোতারায় আঙ্গুল বিছিয়ে গোকুল গাতক গেয়ে উঠত, প্রাণ সখীরে ---
এই কি নদী? বোকা জল বুকে বেঁধে ভাষাহারা !
তবু আমি স্মৃতি খুঁজি! নেমে যাই জলে, আমার পুরনো দিন!
চোরা স্রোতে ছুঁয়ে যাচ্ছে পা , ঘিরে নিচ্ছে আদরে, নদী কি জাগছে ?


আমি কোন রাজমহিষী নই, রাজকন্যা ত বটে।
আমাকে অতলে ডুবিয়ে নিলে মরা গাঙে কি প্লাবণ বইবে না ?
ডুবাও আমাকে! জলের গভীর স্রোত টেনে নাও পাতালের ঘরে,
দু হাতে জ্বেলেছি যে আগুন স্পর্শে বন্য হও তুমি, ভেসে যাক সব কূল,
দূর ডিঙ্গি নাওয়ে নমিত লণ্ঠন কেঁপে উঠুক থর থর চেনাজানা ভয়ে!
উত্তীয় খুলে রেখে গাঁয়ের বাউল অঞ্জলী তুলে নিলে জলের ধ্বক
তাকে যেন দেয় সুর ,ভাঙ্গা তারে বেজে উঠে খঞ্জনার পালক ফেলার শব্দ,


মেঠো পথ একা হলে আমি তাকে ছুঁয়ে যাব
চরণচিহ্ন যার রাধা রাধা বলে কাঁদে !
------------------------------