ওর মুখে পলিমাটির সবুজ স্বচ্ছতা আর চোখের পাপড়িতে
উড়ছে নামছে সরলতার নীলফিঙে, জানো ত শিশুটি উল্টাতে
শিখেছে আজকাল, দু হাতে ছিঁড়ে নিতে চাইছে জীবন ঘাস,
ব্রহ্মাণ্ডের নখরামি ছুঁয়েও দেখে না, কেবল দিদিকে খোঁজে !


ধানীগন্ধে বাতাস বড় অহংকারী, আসছে পেটেভাতে দিন
কয়েকটা মাস গোলাঘরে নিশ্চিন্ত স্বস্তিকা, উঠোন দুয়ারে খড়িমাটির
আলাপন, শ্যামা পায়ে আলতা আদর, লালচুড়ি, হলুদ ক্লিপ ।


ভেজা জানালায় ছায়া কাঁপে, কেউ একজন সিঁথিতে তুলে নেয় কারো
অস্তিত্ব, শেষ বিকেলের মুঠোফোন কাঁপিয়ে দিয়েছে মন,শরীরে নেমেছে
জোয়ার,ঢেউ ভাংছে ঠোঁট ,চিবুক, সোনা সোনা বুক, জানা অজানা অরণ্য,
জানো ওকে বলেছি তোমার কথা! জ্যোৎস্না খেলে যাওয়া ঘরে
আঙুলে আঙুল রেখে ওরা ছবি আঁকে, রঙে রেখায় ছবি ফোটে, ছবি ভাসে,
ছবি হাসে , এবার পুজায় তুমি আসছ ত ছবি, মা দুর্গার সাথে ?


-------------------------------------------------------