একটি হারাণো দুপুরকে খুঁজে নিতে পরিত্যক্ত স্মৃতিঘরে হানা দিয়েছি
চেনা চেনা রাস্তা  কৃষ্ণ তুলসির ঝোঁপ ঝাড়  হাস্নুহেনার সুগন্ধে  
সুরটা শুনতে পাচ্ছি ,  
মাধবী জড়ানো গেট জং ধরেছে লাল মোটা করে    
ঘাসে ঘাসে ঝরা করবীর হলুদ আসন পেরিয়ে
খোলা বারান্দায় সুরটা ঘুরে ঘুরে কেঁদে যাচ্ছে বাতাসে


তোমার ত সব ছিল
প্রিয় পুরুষ, বাধ্য প্রেম, চাইলেই পুর্ণতার শ শ ব্যস্ততা  
তবু কাঁদতে কেন নিদাঘ দুপুরে একলা বসে বারান্দায়?  
এক জনমে আর কত পুজা বাকি ছিল সমর্পণের ?


দুপুরটা দিয়ে গেলে, সুরটাও
কেবল লক্ষ্য পেলাম না আজও!
বেলা শেষের শুদ্ধ ঘাটে তাই গেয়ে যায় মায়া মন
হরিপ্রিয়া সুজনেষু হয়নি হয়নি হয়নি সমাপন।।  
------------------------------------------