তুমি নেই তাই কি এই অকাল সন্ধ্যা !
হাঁড় কাঁপানো মেঘেরা ছুঁয়ে যাচ্ছে হিম ফেলে ফেলে
শরীরের সব উষ্ণতা শুষে নিয়ে
বাতাস পড়ে আছে জরাঘুমে।
অখন্ড অন্ধকার!
আমার কান্নার কোন নদী নেই, কষ্টেরা ছন্নছাড়া
দুঃসময় চেয়ে আছে লালসা মাখা চোখে
সন্ধ্যা হল!
বৃষ্টি ছুঁয়ে গেল তুমুল দংশনে
ঘরের কোণে হা হা দাঁতাল শুন্যতা
আমার উষ্ণতা ছিঁড়ে খুঁড়ে বরফ যুগের পাথর বানাতে চায়
শীত সন্ধ্যায় হাড়ে হাড়ে মাতম তুলে
এই যে কাঁপছি  
মোম জ্বালাব !
সর্বনাশা মানুষ কোথায় রেখেছ বারুদ আগুন?
প্রলুব্ধ হাতে কেন নিয়ে গেলে
আলো তাপ প্রেম দ্রোহ আর উষ্ণতার হলুদ চাবিকাঠি!  
---------রুখসানা কাজল -------------