অনঙ্গ আকাশ ছিল
রূপোধোয়া বিশাল বৃক্ষ
বাঁ হাতের তালুতে ছিল গহন কালো তিল
নাগকেশরের পাতার মত বহুবার ঝরেছি সেখানে


তুমি চলে গেছ !
বিচ্ছিন্ন ভিটেমাটি একাকী এখন
জোয়ার আসে ধুয়ে দিই দেহজ পলি শাঁস মন ভার
সর্বাংশ সাথে নিয়ে খেলে যাচ্ছি দিন রাত


সেই যে গেলে
কেমন আছ তুমি ?
      ****