.       কত সুখে রংমহলে
        পুষলাম তোমায় জেনে,
        সে ঘরে আজ আগুন দিলে
        এ কি ছিলো তোর মনে।
        ও আমার উড়াল পাখীরে !


        জন্ম থেকে পুষলাম তরে
        মোর দেহ করলে কয়,
        সে ঘর ভেঙ্গে উড়াল দিলে
        কেন আমায় করলে পর
        ও আমার উড়াল পাখিরে !


        এই জগতে মায়ায় তরে
        লোভে রইলাম পরে,
        পরের মাসুল গণতে গিয়ে
        তুমি গেলে উড়ে
        ও আমার উড়াল পাখিরে !


        আগে যদি জানতাম আমি
        যাবে তুমি উড়ে,
        না সাজাইতাম রংমহল টা
        রাখতাম তোরে ভেঁদে।
        ও আমার উড়াল পাখিরে !
        -----------------///----
    
        মোঃ রোকন আহমেদ।
        মাইল এন্ড ( লন্ডন ) থেকে।
         তাং ২৪/০৪/১৭ইং।