.       জোসনা রাতে ঘুম আসেনা
        একলা জেগে আছে শ্যাম
        একলা জেগে আছে---
        বিছানায় তার হিরার টুকরা ২
        জোসনার আলো হার মানে গো
        জোসনার আলো হার মানে ।


        দিঘি জলে জোসনা পড়ছে
        পদ্ম ফুলে হাসে গো
        পদ্ম ফুলে হাসে---
        মৃদু ঢেউয়ে জোসনার পরশ  ২
        রূপে ঝলক মারে গো
        রূপে ঝলক মারে।
        
        পুকুর পারে লেবুর তলায়
        জোনাক বাতি জ্বলে গো
        জোনাক বাতি জ্বলে---
        কেন সখীর মনে ভয় ২
        এই তো আলো জ্বলে গো
        এই তো আলে জ্বলে।


        জোসনা রাতে ঘুম আসেনা
        একলা জেগে আছে শ্যাম
        একলা জেগে আছে---
        বিছানায় তার হিরার টুকরা  ২
        জোসনার আলোয় হার মানে গো
        জোসনার আলোয় হার মানে।


        হাছনা হেনা ফুলের সৌরভ
         ছড়িয়ে পরছে ফুল বাগিচায় গো
        ছড়িয়ে পড়ছে ফুল বাগিচায়----
        ভ্রমর করবে মধু হরণ ২
        লজ্জায় সখী হাসে গো
        লজ্জা সখী হাসে ।


        ফাগুন মাসে কৃষ্ণ-চুড়া
        কোকিল ডালে ডাকে গো
        কোকিল ডালে ডাকে----
        রোকন এখন কবিতা লিখবে ২
        সখী সকল ঘুমে গো
        সখী সকল ঘুমে।


        জোসনা রাতে ঘুম আসেনা
        একলা জাগে আছে শ্যাম
        একলা জাগে আছে---
        বিছানায় তার হিরার টুকরা  ২
        জোসনার আলো হার মানে গো
        জোসনার আলো হার মানে।
             --------///-----
        মোঃ রোকন আহমে।
        লণ্ডন থেকে।
        ১০ সেপ্টেম্বর ২০১৯ ইংরেজী।