.                 [ ১ ]
        একটি বৃক্ষের বহু শাখায়
        ভিন্ন স্বাদের ফল,
        একটি টক একটি মিষ্টি
        তাতে কি বৃক্ষের ফলের অবমূল্যায়ন হয় ?
        না,মোটেই নয় !
        মৌসমের শেষে দেখবে
        বৃক্ষের শাখায় একটি ফল নেই।
        কারণ তা থেকে তুমি তৃপ্তি পেয়েছো,
        যত সব বাজে কথা
        বৃক্ষের শাখায় ফল দেখে।


                     [ ২ ]
        মানুষের কৃতিকর্ম মানুষের সৃষ্টি
        কারো কৃতিত্বে সমাজে
        গর্ববোধ করে,
        তখন মানুষ তা থেকে
        অনেক কিছু শিখে।
        আবার কারো কৃতি কর্মে
        সমাজে অপবাদের বুঝা
        বহন করে,
        সে সমাজ থেকে বিচ্ছিন্ন।
        কারণ,তার কাছে মানুষ
        ভালো কিছুই আশাবাদী
        হতে পারে না !
          ------///---


        ---মোঃ রোকন আহমেদ।
        ------------লণ্ডন থেকে।
        ১৫ জুলাই ২০১৯ ইংরেজী।