.           স্বাধীনতা !
        আজ দেখেছি শুধু ক্ষমতার দাপটে
        পুলিশের বন্দুকে মেজর সীনহা হত্যা,
        ওসি প্রদীপের বুটে নিচে
        গলা চেপে ধরা !  


            স্বাধীনতা !
        আজ দেখেছি ক্ষমতা দাপটে
        নাগরিক অধিকার হরণ করা !


            স্বাধীনতা !
        আজ দেখেছি বিবেক কে
        রেখেছে ক্ষমতার দাপটে,
        এক বিবেকহীন,নাট্যে মঞ্চে !


          স্বাধীনতা !
        আজ দেখেছি স্বজন প্রীতি
        রাস্ট্রীয় যন্ত্র দলীয়করণ,
        স্বদেশ প্রেম হারিয়ে যাওয়া ?


            স্বাধীনতা !
        সীমাহীন অন্যায় অত্যাচারে
        জাতি আজ অতিষ্ট,
        ইয়াবা ড্রাগে তরুণ প্রজন্ম
         ধুঁকে ধুঁকে মরা !


            স্বাধীনতা !
        এক দিকে ক্ষুধার হাহাকার
        অন্যে দিকে মিছিলে আওয়াজে
        চায়,বেঁচে থাকার অধিকার !  


            স্বাধীনতা !
        আজ দেখেছি এম সি কলজে স্বামীকে
        বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা !


            স্বাধীনতা !
        আজ কেন ধর্ষণ বিরোধী
        মিছিলে পুলিশের লাঠি পিটা !


            স্বাধীনতা !
        কখনো দেখেছি;যৌন পিপাসীদের
        মহা উৎসবে কেক কাঁটা !


            স্বাধীনতা ! 
        আজ দেখেছি জঙ্গি নাটক মঞ্চে
        জাতিকে নিধন করা !


            স্বাধীনতা !
        আমি প্রতিবাদে ভাষা
        ভুলে গেছি,
        আর কত মিছিলে চিৎকার করি !


            স্বাধীনতা !
        আমার বাকস্বাধীনতা
        খর্ব কেন ?


            স্বাধীনতা !
        আমার ভোটের অধিকার
        খর্ব কেন ?


            স্বাধীনতা !
        আমি এ দেশের সন্তান
        এ মাটিতে জন্মেছি !


            স্বাধীনতা !
        এই মাটিতে মাথা উঁচু করে
        বাঁচতে চাই,
        এটাই আমার অহংকার
        এটাই আমার দেশপ্রেম !


            স্বাধীনতা !
        হয় তো আমাকে ফ্যাসিবাদ
        নিয়ে যাবে ফাঁসির মঞ্চে !


        স্বাধীনতা !
        আমাকে ফাঁসির কাষ্ঠে
        চোখ,মুখ বন্ধ করে
        জমটুপি পড়াবে !


            স্বাধীনতা !
        আমার গলায় ফ্যাসিবাদে
        বেঁধে দিবে জল্লাদের রশি!


            স্বাধীনতা !
        আমি মোটেও বিচলিত নই
        আমি উল্লাসে হাঁসি আর হাসি !
      
            স্বাধীনতা !
        আমি এক তোমার গর্বিত সন্তান !


            স্বাধীনতা !
        আমি চিরনিদ্রায় যাবো ফাঁসির মঞ্চে
        স্বদেশ প্রেম বুকে বেঁধে !


             স্বাধীনতা !
        আমি ধিক্কার জানাই
        ফ্যাসিবাদ কে !
            -----///----


        মোঃ রোকন আহমেদ।
        লণ্ডন থেকে।
        ১৬ ডিসেম্বর ২৯২০ ইংরেজি।