.          এমনি আসেনি গো এই দিন
            করিও না  তুমি সময় ক্ষয়,
            ওরে মুর্খ,ওরে অবজ্ঞা মন।


            যত যাবে দিন দেখবে তুমি
            যুগ হতে শতাব্দী ছেড়ে,
            অতৃপ্তি প্রহর গুলি গেছে হেরে।


            অতীতে যা তুমি দেখেছ
            তা কি তুমি আজ পেয়েছ ?
            না,সবই সময়ের পরিহাস।


            এখন আর নেই নিয়তির দ্বারে
            যত টুকু করেছ অর্জন,
            হারিয়ে গেছে কালের বিবর্তন।


            আবহমান দিনের খুঁজে
            শুধু আশা-আকাঙ্খায়,
           আজও তুমি গেছো হেরে।


            কিন্তু বাস্তবে কিছুই নয়
            জীবনের শেষ প্রান্তে,
           কঠিন সময় টুকু
            তোমায় রেখেছে বেঁধে।


            তুমি এতো বেকুফ !
            এই ভুবনে ধোঁয়াশা
            কেন আছ পড়ে ?