.   আমি মানুষের কথা বলি
    মানুষকে শুনাতে চাই,
    মানুষের আছে বন্ধু যেমন
    মানুষের শত্রুর অভাব নাই।
    সদায় চলে মানুষ যখন
    মানুষের সাথে মিলে,
    সম্পর্ক তার রক্তের বাঁধন
    কে কাহাকে  ভাই ছাঁড়ে।
    স্বার্থে নেশায় মানুষ যখন
    এটা,মানুষের  প্রতিদান,
    স্বার্থে তাহার আঘাত আসলে
    মানুষ, মানুষকে করে অপমান।
    মানুষের আছে হাজার স্বপ্ন
    সঞ্চয় করেছে ভাই টাকা,
    আরেক জন আছে দারিদ্রতায়
    পেটে ভীষণ ক্ষুধা।
    ক্ষুধার আর্তনাদে মানুষ কাঁদে
    মানুষে শুনতে চায় না,
     মনে তাহার পুঁজিবাদের স্বপ্ন
    মানবতা সে বুঝে না।
    বাসস্হান ভাই মানুষ গড়ে
    মানুষের নেই স্হান,
    অধিক মুনাফার আশায় আছে
    মানুষ যায় কবরস্থান।
    হাজার কোটি টাকা চুরি করে
    স্যারের সম্মান পায়,
    অন্যজন পেটের ক্ষুধায় চুরি করে
    জেলে জীবন যায়।
                -----///-----
    মানবতাবাদী কবিতা
    মোঃ রোকন আহমেদ।
    ২৭ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ