.       জন্ম মাগো তোমার কোলে
        হলাম প্রবাসী,
        তোমায় নিয়ে স্বপ্ন আমার
        আমি বাংলদেশী।
        মাগো আমি বাংলাদেশি।


        প্রবাস জীবন কষ্ট দায়ক
        যে প্রবাসে আছে,
        ঠান্ডা গরম সবই সয়
        অর্থ সঞ্চয় করে।
        মাগো অর্থ সঞ্চয় করে।
       
       রাতে কাজ, দিনে ঘুম
        এই তো প্রবাস জীবন,
        ঘুম ভেঙ্গেছে একা ঘরে    
        সবাই  কাজে তখন।
        মাগো সবাই কাজে তখন।


        তোমার মাটির ফসল খেয়ে
        স্বাদে তৃপ্তি দিলে,
        প্রবাসেতে ফ্রোজেন ফুডে
        তাতে কি স্বাদ মিলে ?
        মাগো তাতে কি স্বাদ মিলে ?


        বাইয়া নদী,মেরুয়ার হাওর
        আমি কবে দেখেছি,
        টেমসের তীরে চলার পথে
        তোমার স্মৃতি খুঁজি।
        মাগো তোমার স্মৃতি খুঁজি।


        সুখে দুঃখে আছি মাগো
        এই প্রবাসেতে,
        রেমিট্যান্স যুদ্ধ করি আমি
        তোমায় সচল রাখতে।
        মাগো তোমায় সচল রাখতে।
       
        বছর চারেক হল মাগো
        তোমায় মনে পড়ে,
        স্বদেশ প্রেম মাটির টানে
        তোমায় দেখতে ইচ্ছে করে।
        মাগো তোমায় দেখতে ইচ্ছে করে।


        একা মনে ভাবি যখন
        জন্মভূমি মাটি,
        আবেগ ভরা মন আমার
        আসলো চোখে পানি।
        মাগো আসলো চোখে পানি।
    
        জন্ম মাগো তোমার কোলে
       হলাম প্রবাসী,
        তোমায় নিয়ে স্বপ্ন আমার
        আমি বাংলাদেশী।
        মাগো আমি বাংলাদেশী।
           ------///----
       মোঃ রোকন আহমেদ।
       ৮ সেপ্টেম্বর ২০২১ সাল।