.           মেয়েটি বড় হয়ে গেল
            স্মৃতি পাতায় লেখা ছিল,
            কাগজের পানসিতে পুতুলের বিয়ে !


            মা বাবার আদরে গড়ে
            দিলে তার কিশুর জীবন !


            ভাই বোন মিলে মিশে
            খেলা করে,
            আজ হবে কাগজের পানসিতে
            পুতুলের বিয়ে !


            বাড়িন্দায় সাজিয়েছে
            রংঙ্গীন কাগজের পতাকা,
            আজ দুপুরে হবে
            পুতুলের বিয়ের খেলা !


            সাথী গনকে করে ছিল
            পুতুলের বিয়েতে নিমন্ত্রণ,
            কচুপনা নারকেলের বাটিতে
            রান্না হবে,
            করে যাবে অথিতীরা ভোজন।


            কাগজের পানসিতে ভেসে এলো  
            নববধুর ঘাঠে,
            বরকে করে আমন্ত্রণ
            সখীগণ সালাম দিয়ে !


            বাড়িন্দাতে গেইট আছে,
            বাঁধা আছে পিতা,
            পিতা কেটে যেতে দিবো
            দিতে হবে টাকা !


            এমনিতে খেলে ছিল
            স্মৃতির খাতায়,
            কাগজের পানসিতে পুতুলের !


            আজ তোমার পূর্ণ যৌবন
            চলে এলো,
            আর নয় পুতুলের বিয়ে।
            তুমি আজ যাবে
            নতুন বরের ঘরে,
            বৌ সেজে !
            ——————————///———-
             রোকন আহমেদ। ০৫/০৫/১৭ইং।