.       কবিতার আছে বড় দুঃখ
        কোনো কোনো কবিতায়,
        নেই তার ছন্দ।


        কবিতার আছে যতো কষ্ট
        কোনো কোনো শব্দের,
        নেই তার অর্থ।


        কবিতার আছে অনেক বক্ত
        পাঠক;পাঠ করে বুঝেনা,
        এটা কবিতা না;গল্প।


        পাঠক কবিতা পাঠ করে হয় মুগ্ধ,
        কোনো কোনো কবিতা,
        পাঠ করে,পাঠক হয় বিরক্ত।


        কবিতা হয় মানবতার কণ্ঠ
        আজ সময়ের প্রযোজনে
        কলম কেন স্তব্ধ।
        ------///------


        লণ্ডন থেকে।
        ৬ জুন ২০১৯ ইংরেজী।


        আমার এই লিখাতে কারো মনে কষ্ট এলে
        আমি ক্ষমা প্রার্থী, কাউকে উদ্দেশ্য করে নয়।
        আমার মধ্যে অনেক ত্রুটি আছে।
        আমার ত্রুটি গুলো সংশোধন-
        করার চেষ্টা করে যাবো।