.   ভুল ধরে দাও আমায়
    ওহে মহাজ্ঞানী,
    আদেশ রক্ষা করিনি বলে
    ক্ষত-বিক্ষত হয়েছি আমি।
    ভুল ধরে দাও আমায়
    ভুলে হতে চাই না স্হীর,
    যে ভুলে দেয় অপবাদ
    সে ভুলে জীবন করে অস্হীর।
    ভুল ধরে দাও আমায়
    ভুলের ধরণীতে আছি পড়ে,
    যে ভুলে পড়ে,শয়তানের প্রলোভনে
    আমি মানুষ,নিজেকে যাই ভুলে।
    ভুল ধরে দাও আমায়
    ভুল দেখি চোখে,
    মানুষকে চিনিতে আমার
    ভুল হয় বারে বারে।
    ভুল ধরে দাও আমায়
    ভুল কথা শুনি কানে,
    যে কথা সত্য নয়,সে কথা
    আসে বারে বারে।
    ভুল ধরে দাও আমায়
    ভুল কথা বলি মুখে,
    যে কথায় বলার নয়,বলে ফেলি
    মানুষ শুনে অপদস্ত করে।
    ভুল ধরে দাও আমায়
    ওহে মহাজ্ঞানী,
    আমার ভুল ক্ষমার অযোগ্য  
    তবুও ক্ষমা করো আমায়,
    ওহে ক্ষমাশীল,মহাজ্ঞানী।
        ----////----
    মোঃ রোকন আহমেদ
    ২৪ সেপ্টেম্বর ২০২২ সাল।