.       মানুষ বড় অদ্ভুত প্রাণী !
        মানুষ,মানুষকে জন্ম দিয়ে
        তার স্বপ্ন লালিত করে!
        মানুষ সুখে দুঃখে সমাজে
        প্রতিষ্টত হয়!
        কারো সুখ পাহাড় পর্বতের মত
        আবার কারো দুঃখ অনেক গভীরে,
        ভাসমান জীবন তার কত !
        আবার সেই মানুষ যখন তার
        স্বার্থের নিশায় পড়ে,
        তখন সে যে মানুষ
        তার পরিচয় ভূলে যায় !
        থাকে না তার মনুষত্ব্য
        সে স্বার্থের লোভে পড়ে,
        একটি সমাজ  ধ্বংস করে দেয় !
        এমন কি মানুষ হত্যা করে !
        মানুষ বড় অদ্ভুত প্রাণী,
        সে বেঁচে থাকা বড় কটিন
        তবুও মানুষ বেঁচে থাকতে হয় !!!