.       মা গো তুমি আমার সুখের নীড় 
        জন্ম মা গো তোমার কোলে,
        পেটের ক্ষুধা,নিবারণ হলো
        তোমার বুকের দুধে।


        মা গো তোমার দোলনায় দোলে
        আমার ঘুম যে আসে,
        ঘুম ভাঙ্গীলে হাত বোলায়ে
        আমার আবার ঘুম পারালে।


        মা গো আমার চিৎকার শুনে
        তোমার চোখে অশ্রু ঝরে,
        দৌড়ে এসে আঁচল দিয়ে
        আমার মুখ যে দিলে মুছে ।


        মা গো আমি,তোমার দুষ্ট ছেলে
        মাঠে খেলা করি,
        খেলতে গিয়ে কাঁধা লাগছে
        গোছল করালে তুমি


        মা গো তুমি আমার প্রথম শিক্ষক
        আল্লাহ নাম যে শিখিয়ে ছিলে,
        পরিপূর্ণ জীবন গড়তে
        মক্তবেতে আমায় দিলে।


        মা গো তুমি আয়না আমার
        তোমার চোখে দরদ দেখি,
        তোমার চরনতলে মা গো
        বেহেশত আমি দেখি।


        জন্ম দিলে,তুমি মা গো
        ধন্য হলাম আমি,
        হাজার বৎসর বেঁচে থেকো
        আল্লাহ কাছে প্রার্থনা করি।
                  -----///-----
        মোঃ রোকন আহমেদ।
        ১৯ মার্চ ২০২১ সাল।