.       জন্মভূমি তুমি আমার
        ধন্য আমার জীবনটা;
        তোমার কোলে জন্ম মাগো
        সার্থক আমার বেঁচে থাকা।


        জন্মভূমি তুমি আমার
        ধন্য আমার জীবনটা।


        গাঁয়ের পথটি আকাঁ বাঁকা
        সবুজ বৃক্ষ তরুলতা;
        এমন দৃশ্যয়;দৃষ্টি জোরায়;
        শীতল করে প্রাণটা।


        জন্মভূমি তুমি আমার
        ধন্য আমার জীবনটা।


        চাষী আছে ক্ষেতে মাঠে
        লাঙ্গলের ফলায় মাটি কুঁড়ে;
        এই মাটিতে বীজ বুনেছে
        ফসল ভরা মাঠ’টা।


        জন্মভূমি তুমি আমার
        ধন্য আমার জীবনটা।


        নদীর বুকে নৌকা ভাসায়
        মাঝির হাতে বৈইটা;
        পাল তোলেছে ভাঠির টানে
        ধরছে দেশের গানটা।


        জন্মভূমি তুমি আমার
        ধন্য আমার জীবনটা।


        রাখাল এবার গরু চড়ায়
        দিন প্রহরে বেলা;
        হাতে বাঁশি বাজায় রাখাল
        ভরদুপুরে;বসলো বটের তলা।


        জন্মভূমি তুমি আমার
        ধন্য আমার জীবনটা।
        
         জেলে আসে হাওড় বিলে
         সংঙে তাদের জালটা;
         দল বেঁধে আজ মাছ ধরেছে
         এই তো জেলের জীবনটা
        
        জন্মভূমি তুমি আমার
        ধন্য আমার জীবনটা।


        ভোর প্রভাতে পাখি উড়ে
        নীল আকাশের মেলা;
        দিন শেষে বাসায় ফিরে
        দেখছে গোধূলি সন্ধ্যা বেলা।


        জন্মভূমি তুমি আমার
        ধন্য আমার জীবনটা;
        তোমার কোলে জন্ম মাগো
        সার্থক আমার বেঁচে থাকা।
  
        জন্মভূমি তুমি আমার
        ধন্য আমার জীবনটা।
        ————-///——-
        তাং ০৫/০২/১৯ ইংরেজী।