.       রজনী আকাশে,তারার জলসায়
        সুবে সাদেক,ঐ প্রহরে--
        আয়রে পাপী বিছানা ছেড়ে ২
        স্নান করে যা নুরে ঝড়ে---


        প্রথম আকাশে,এলো বাদশা
        ডাকে যে তোমায়,ঐ প্রহরে----
        আয়রে পাপী,আয়রে অভাবী ২
        কে যে আছো ক্ষমা চাইবে----


        রজনী আকাশে,তারার জলসায়
        সুবে সাদেক ঐ প্রহরে--
        আয়রে পাপী বিছানা ছেড়ে ২
        স্নান করে যা নুরে ঝড়ে---


        সুবে সাদেকে,হিমেল বাতাসে
        এলো রে--খুঁশবু,ঐ বেহেস্তের--
        আয়রে পাপী,জায়-নামাযে ২
        সেজদা করো,খোদার প্রেমে---


        রজনী আকাশে,তারার জলসায়
        সুবে সাদেক,ঐ প্রহরে--
        আয়রে পাপী বিছানা ছেড়ে ২
        স্নান করে যা নুরে ঝড়ে---


        মিনারে দাঁড়িয়ে,আবেগের কণ্ঠে
        দেয় যে আযান,ঐ মুয়াজ্জিনে--
        আয়রে পাপী,আয় মসজিদে ২
        ভুলে যা তুই,সুখ-আরাম আয়াস রে----


        রজনী আকাশে,তারার জলসায়
        সুবে সাদেক ঐ প্রহরে--
        আয়রে পাপী বিছানা ছেড়ে ২
        স্নান করে যা নুরে ঝড়ে---
               --------///----/
        মোঃ রোকন আহমেদ।
        লন্ডন থেকে।
        তাং ১৪ অক্টোবর ২০১৯ ইংরেজি।