.           ক্রয় করবে ? ক্রয়
            পণ্য নয়,রোবট নয়
            আছে জীবন্ত মানুষ,
            ক্রয় করবে ?
            চলে এসো কৈয়া হাটে !


            মূল্য জানবে ?
            খুব একটা বেশি নয়
            ক্রয় ক্ষমতা মধ্যে,
            দুই থেকে তিন শত টাকা।
            না হয় দু বেলা ভাত দিতে হবে !


            ওদের চেহারা সৌন্দর্য্য দেখবে ?
            আপনার মত সুন্দর নয়,
            আছে অবহেলিত জীবন !
            এলো মেলো  চুল গুলি
            মাথা ভর্তি উকুন,
            নেই পকেটে চিরুণী।
            পরনে আছে ছেড়া জামা,
            ওরা হতদরিদ্র মানুষ।
            আপনার মত শার্ট-পেন্ট পড়েনি !


            ওদের জীবন কেমন জানবে ?
            ওদের ভাসমান জীবন
            মাথার উপরে ছাদ নেই
            বালু চরে খালি পায় হাটে
            রুদে তাপে প্রচন্ড গরম
            পায়ের পৃষ্ট হতে মাথায় উঠে,
            আছে জীবনে হতাশা !


            দুঃখ জানবে ?
            আছে সংসারে কত কষ্ঠ
            গৃহিনীর ছোলায় নেই আগুন
            বুক ভরা কষ্ট,
            বুকে পাথর বেঁধে রেখেছে !
            শিশু গুলি ক্ষুধার্ত
            চিৎকার করে কাঁদে !
            কে দিবে ওদের মুখে আহার ?
            কে দিবে ভালবাসা ?
            নেই তাদের স্কুল ?
            ওরা পথকলি শিশু,
            জীবন্ত মানুষ !
           —————।।।———
           রোকন আহমেদ। ০৩/০৩/১৮ইং
           আমার ১০০ তম লিখনী।