*        ওদিন আজ গেছে চলে,
           কোন মায়ার বাঁধনায়-
         মেখে ছিলো সবুজের টানে,
          ওদিন আজ গেছে চলে।


      গাঁয়ে হাটি যত-খুঁজে পাইনা
         আঁকা-বাঁকা পথ কতো,
      কাঠালের পাতা সোনালী রুপে,
পরে ছিলো সেই দিন রুপালী ধুলোতে
    মেখে ছিলাম সেই ধুঁলো মোর গাঁ
          আজ গেছে সব হেরে !
          কোন মায়ার বাঁধনায়-
        মেখে ছিলো সবুজের টানে,
          ওদিন আজ গেছে চলে।


           মাঠে-মাঠে সরিষার চাষ
        দেখেছি কতো শালিকের নাচ !
মৃদু হাওয়া লেগে ছিলো মোর সারাটি গাঁ
             কোন মায়ার বাঁধনায়-
          মেখে ছিলো সবুজের টানে !
           ওদিন আজ গেছে চলে।


              নদীর বুকে নৌকা চলে
       মাঝি মাল্লা ভাটিয়ালি গান করে,
                সবি আজ মনে পরে,
            কোন এক মায়ার বাঁধনায়-
           মেখে ছিলো সবুজের টানে !
             ওদিন আজ গেছে চলে ।


             রচনাঃ-রোকন আহমেদ।
              তাং ২৯/০৫/১৬ইংরেজী,
               সময় ১টা ৩০মিনিট