.       দেশপ্রেমিক দলের নেতা হতে নয়
        দেশপ্রেমিক,জনগণের
        সুখে দুঃখে পাশে থাকতে হয় !


        দেশপ্রেমিক,পলটনে ময়দানে
        দলের প্রশংশায় ভাষণ করতে নয়,
        দেশপ্রেমিক,দেশ ও মাটির কথা
        ভাষণে বলতে হয় !


        দেশপ্রেমিক,রাজনৈতিক বিবাদ
        সৃষ্টি করা উচিত নয়,
        দেশপ্রেমিক,দেশে স্বার্থে জনতার
        ঐক্যবদ্ধ করতে হয় ! 


       দেশপ্রেমিক,দলের সিদ্ধান্তে
        অটল থাকা নয়,
        দেশপ্রেমিক দেশের স্বার্থে
        দলের উর্ধ্বে কথা বলতে হয় !


        দেশপ্রেমিক,দলকে অন্ধ সমর্থন
        করা উচিত নয়,
        দেশপ্রেমিক, দেশ ও মাটির
        মমতা বুকে ধারণ করতে হয় !
              -----///-----


        মোঃ রোকন আহমেদ।
        ২০ ফেব্রুয়ারি ২০২১ সাল।