.   থামেনি মানুষের যত
    চাওয়া পাওয়ার হিসাব,
    জানে সে স্হায়ী নয়
    তবুও খুঁজে সুখ বিলাস।


    স্হায়ী নয় মানুষ যখন
    স্হায়ী নয় তার সুখ,
    কি নির্মম পরিহাস
    নিজ হাতে গড়া সুখ
    অন্যে করে ভোগ।


    দেখে মানুষ,যায় দিন
    ভাবে সে কখন ?
    সব কিছু পড়ে রবে
    কবর তার দীর্ঘ জীবন।
              -------///-----
    মোঃ রোকন আহমেদ।
    ১৬ ফেব্রুয়ারী ২০২২ সাল।