.        কত প্রেম,কত দুঃখ
         কারও মনে গাঁথা,
         মানুষ শুধু আসে যাবে
         রেখে যাবে কথা।


         কেহ হাসে মন খুঁলে
         এই জীবন সুখী তার,
         আবার কেহ কাঁদে
         জীবন ভরে,
         অভাবে সংসার চলে যার।


         কেহ দেখে স্বপ্ন শুধু
         বানায় ‌অট্রালিকা,
         আবার কারও স্বপ্ন
         ব্যস্তে যায়,
         মাথায় উপরে নেই ছায়া।


         কেহ চলে বাহুবলে
         এই তো মনের অহংকার,
         আবার কেহ আছে
         রুগ্ন শরীরের,
         ব্যর্থ জীবন তার।


         কেহ দৌড়ে পার্কে পার্কে
         শরীর চর্চা করে,
         কেহ আবার ধুকে ধুকে
         পেটের ক্ষুধায় মরে।


         কেহ আছে জ্ঞাণী লোক
         সর্বজনে জানে,
         আবার কেহ আছে
         বোকা লোক,
         তাকে সবাই নিন্দে।