.       দারিদ্র্য করেছে ভিখারি
        যেতে হয় ধনকুবের দোয়ারে,
        ক্ষুধার যন্ত্রণায় ভিখারি
        আর্তনাদ, করে ডাকে !


        ভীষণ ক্ষুধায় ভিখারি
        তবুও বাঁচিতে চায়,
        সকাল সন্ধ্যা ভিখারি
        আহার খুঁজে বেড়ায় !


        ভিখারির আর্তনাদে,ধনকুবে
        কখনো দেয় সাড়া,
        অল্প দানে ভিখারির কিছু দিন
        মিটিয়ে যায় তার ক্ষুধার ঝালা !


        দিন কয়েক পর;ভিখারি
        আবার আসিল ফিরে,
        ধনকুব ভীষণ রেগে গেলো
        যা বেটা অন্যের দোয়ারে !


        ধন-সম্পদ দিয়েছে আল্লাহ
        দেখে তোর ইমানের জোর,
        গরীব কে কর বন্টন
        কখনো রাখিস না মনে ক্ষোভ !


        ধনকুবের শরীর ঢাকে
        নামী-দামি পুষাক পড়ে,
        ভিখারি খুঁজে ছেঁড়া পুষাক
        লজ্জা আবরণ করে নিতে !


        দারিদ্র্য রোগ ব্যাধী যন্ত্রণা দেখে
        শয়তান সুযোগ খুঁজে,
        করিস না ভিখারি ইমান ক্ষয়
        শয়তানের প্রলোভনে পড়ে !


        সন্তানাদি দিয়েছে আল্লাহ
        করিস না তুই বাহাদুরি,
        গুনীজনের পথ ধরে দে
        হাতে রেখও মুমিন;ইমানের খুঁটি।
               ---------///---------
        মোঃ রোকন আহমেদ।
        লণ্ডন থেকে।
        ১ সেপ্টেম্বর ২০২০ ইংরেজি।