.           আয়রে আয় পাড়ার ছেলে
            আজকে মোদের ছুটি,
            ঐ মাঠেতে খেলতে যাব
            রাখাল ছেলের জুটি !


            গরু চরার ফাঁকে ফাঁকে
            করে রাখাল খেলা,
            হাতের বাঁশি নিয়ে সবাই
            বসে বটের তলা !


            উদাস সুরে সেই বাঁশিতে
            ধরে রাখাল গান,
            সুর শুনিয়া দূর পথিকের
            জুড়িয়ে যায় প্রাণ !


            ভরদুপুরে সবাই মিলে
            নদীতে যায় চলে,
            আপন মনে সাঁতার কাটে
            গভীর নদীর জলে !


            সন্ধা হলে বাড়ি ফিরে
            রাখাল যত ছেলে,
            এমনি করে জীবন তাদের
            কাটে হেসে খেলে !
            ———————-///———
            রচনাঃ- রোকন আহমেদ।
            তাং ০৫/০১/১৯৯৪ ইং
            সিলেট বাণী পত্রিকায়-
            প্রকাশ করা হয় !