.   যদি রাসূলের সম্মান রক্ষাতে
    আসে আমার মরণ,
    সে মরণ,মরণ নয় রে
    শাহদাতে পেয়ালা করব  বরণ।


    যদি বাতিল নির্মুল করতে
    আমার প্রাণ চলে যায়,
    চলে যাক,যেতে দিবো
    আমি আজ শহীদে মর্যাদায়। 


    যদি সত্য বলে দাও মন
    মিথ্যা হবে ছাড়খার,
    তখন সত্য উদয় হবে
    পার হবে পরকাল।


    যদি নিশ্চুপ হয়ে যাও
    রাসূলে সম্মান রক্ষাতে,
    কি করে আশা করো?
    নবীর সফায়েত পাবে।


    আমি ইহকাল ত্যাগ করি
    আমার রাসূলের প্রেমে,
    পরকালে আবে কাওছার
    পাণ করব রাসূলের হাতে।


    ওরে রাসূলের উম্মত মোরা
    কিসের মনে এতো ভয়,
   ভয় নেই, ভয় নেই
   রাসূলের আদর্শে মোরা
    বিশ্ব নিখিল করব জয়।


    যদি রাসূলের সম্মান রক্ষাতে
    আসে আমার মরণ,
    সে মরণ,মরণ নয় রে
    শাদতে পেয়ালা করব  বরণ।
        --------///-----
    মোঃ রোকন আহমেদ।
    ৬ জুন ২০২২সাল।