.           সাত সকালে উঠব আমি
            দেখব রবি মামা,
            ঐ মাঠেতে হাটবো আমি
            পরছে শিশির কণা !


            দুর্বা ঘাসের মরা পাতায়
            শিশির ভেজা পা,
            চপল পায়ে হাটি আমি
            দেখলাম সারা গাঁ !


            সকাল বেলার কোমল রোদে
            খুঁজছে গরম তাপ,
            চাদর পরে হাটে সবাই
            লাগছে শীতের ভাব।


            লাঙ্গল কাদে চাষী হাটে
            সামনে দুইটি গরু,
            হাটার পথে হুক্কা টানে
            এই তো চাষীর যাদু !


            সন্ধ্যা হলে নেড়া জ্বলবে
            কারো ছিলনা মানা,
            সবাই মিলে আগুন পোহাতে
            তাই তো ছিল জানা !


            রোকন আহমেদ।
            তাং ০৬/১১/১৭ ইং।
            রাত ০১ টা ৫৫ মিনিট।