.       আরব দেশে নুরের জ্যোতি
        বিশ্ব ছড়িয়ে আছে,
        ঐ আলোতে বিশ্ব আলো
        আধার কেটে গেছে [ ২ ]


        অনাচার,ভ্যবিচারে
        মানুষ ছিলো ক্ষুব্ধ,
        অন্ধকারে আচ্ছন্ন সমাজ
        পাপে ছিলো লিপ্ত  [ ২ ]


        শীরিক বেদাতে আরব বাসি
        পাপ করেছে যুগে যুগে,
        সৃষ্টিকর্তার নাম ভুলে
        মূর্তি স্হাপন করেছে [ ২ ]


        আরব দেশে নুরের জ্যোতি
        বিশ্ব ছড়িয়ে আছে,
        ঐ আলোতে বিশ্ব আলো
        আধার কেটে গেছে [ ২ ]


        বারই রবিউল আউয়ালে
        আব্দুল্লাহর ঔরসে,
        মানবতার মুক্তি নিয়ে
        জন্ম মা আমিনার কুলে [ ২ ]


        আল আমিন ছিলেন নবী
        সত্য বাদী সবাই জানে,
        জাহিলি যুগে মুক্তি হলো
        মানুষ,আলোর পথে আসে  [২]


        জাবলে নুরের,হেরা গোহায়
        আল্লাহ ধ্যানে ছিলেন নবী,
        জিবরাইলে সাক্ষাতে শুনেন
        পাক কোরআনে বাণী  [ ২ ]


        আরব দেশে নুরের জ্যোতি
        বিশ্ব ছড়িয়ে আছে,
        ঐ আলোতে বিশ্ব আলো
        আধার কেটে গেছে [ ২ ]
                  --------///--------
        মোঃ রোকন আহমেদ।
        লণ্ডন থেকে।
        ২১ ডিসেম্বর ২০২০ ইংরেজি।