.       ফুল জন্মলগ্ন থেকে মানুষের
        হৃদয়ে অন্তরঙ্গ।


        ফুলের খুঁশবু আছে
        মানুষের নিঃশ্বাসে।


        ফুল হয় বন্ধুত্বের বাহক
        ফুল মানুষের মনে,
        মানুষকে ভ্রাতৃত্ব সৃষ্টি করে।


        ফুল হয় প্রেমের বাহক
        দু'জনার অন্তরঙ্গ মুহুর্তে,
        হৃদয়ে প্রেমের সম্পর্ক সৃষ্টি করে।


        ফুল কখনো হয়,প্রীয়জনের
        সমাধিতে শোকাহত ফুলের র‍্যালী,
        তার চাইতে আর বেদনাদায়ক কি ?


        যখন ফুল তার সময়ের বিবর্তনে
        সৌরভ হারিয়ে ফেলে,
        তখন ফুলের পাপড়ি
        অযত্নে মাটিতে পরে থাকে।


        এই শুকনো পাপড়ি মানুষের
        পায়ের পিষ্টে পদদলিত হয়ে,
        চিরতরে হারিয়ে যায়
        এ পৃথিবী থেকে।


        সেও আজ মূল্যহীন
        মানুষের ভালোবাসায় থেকে।
        -------------///-----


        ১০ জুন ২০১৯ ইংরেজী।
        লণ্ডন থেকে।