.               [১]
    শান্ত মানুষের আছে
    ধৈর্যের বাদ,
    উচ্ছৃঙ্খল মানুষের কাছে
    শয়তানের আবির্ভাব!
                [২]
    যারা পিছনে ঠাট্রা করে
    তাদের সম্মুখে কথা বলার
    কোনো যোগ্যতা নেই!
                [৩]
    তুমি প্রলোভন পড়ে
    কখনো অগ্রসর হবেনা !
    প্রলোভন শয়তানের অপার
    মানুষের ঈমান ক্ষতিগ্রস্ত হয়!
    যোগ্যতার ভিত্তিতে অগ্রসর হলে
    নিজের আত্মমর্যাদা,
    অটল থাকে !
                 -----///-----
    মোঃ রোকন আহমেদ।
     ৩ মে ২০২২ সাল।