.           আজ রাত বৃষ্টির নয়
            জোছনা তোমায় ঢাকে,
            অলস নিদ্রায় শুয়ে আছো
            নকশী কাঁথা পড়ে !


            দখিনা হাওয়ার দুয়ার খুলেছে
            উঠ সখী সেজে,
            বাতায়ন খানি খুলে শোনও
            শুকনো পাতা বাজে !


            হাছনাহেনা ফুলের সুবাস
            ছড়িয়ে  গেছে বাড়ি,
            তুমি যদি পাশে এসো
            কবিতা লিখব আমি !


            শরৎ রাতে মেঘের সাথে
            খেলছে চাঁদে লুকোচুরি,
            নদীর ঢেউয়ের জোছনার প্রেমে
            মুগ্ধ হলাম আমি !


            করচ গাছে সবুজ পাতায়
            লাগছে স্নিগ্ধ হিমেল হাওয়া,
            তছই রাখাল বাজায় বাঁশি
            শুনছে জাহেরা !


            মেরুয়ার হাওয়র বিনয় করে
            এসো আমার প্রিয়া,
            তেজাই মাঝি গান শুনাবে
            ডিঙ্গি নৌকা বাইয়া !
             ——————///——-


            তাং ২০/০৬/১৮ইংরেজী।
            মাইলে এনড ( লণ্ডন) থেকে।