.     আমি জানি তুমি আসবে
      আমার কবিতার খাতায় !
  
      দখিনা জানালা খুলে দিয়েছি
      তুমি আসিবে জেনে,        
      চেয়ে দেখি আমি উদার মনে
      তবুও আমি অপেক্ষায় ছিলাম !


      আমি জানি তুমি আসবে
      আমার কবিতার খাতায় !


      শরতে রাতে জোসনার আলোয়
      কালো দিঘি জল শান্ত বাতাসে,
      জেগেছিল সারা রাত প্রেমে বিনোদনে !
        
      আমি জানি তুমি আসবে
      আমার কবিতার খাতায় !


      ভমড়া ফুল বাগানে ব্যস্ত ছিল
      আর জোনাকির বনে করে,
      লুকো-চুরি আলো নিয়ে !


      আমি জানি তুমি আসবে
      আমার কবিতার খাতায় !


      সেই রাত ফুটে ছিল হাছনাহেনা ফুল
      তারি সুভাসে দখিনা হাওয়ায়,
      ভিজিয়ে দিলো আমার বিছানা !


      আমি জানি তুমি আসবে
      আমার কবিতার খাতায় !


      বাঁশ বাগানের শুকনো পাতায়
      ঝন-ঝন শব্দ বাজে,
      প্রাণ ভরে উপভুগ করিতেছি একা !


      আমি জানি তুমি আসবে
      আমার কবিতার খাতায় !


      জোসনার আলোয় আজ আলোকিত
      ফুল বাগানের আঙিনা,
      আমি সারা রাত বসে আছি
      ফুল বাগানে তোমার অপেক্ষায় !


      আমি জানি তুমি আসবে
      আমার কবিতার খাতায় !
                 ————-///——
      তাং ০৩/০৫/২০১৭ ইংরেজী।