.   আমি ভুল পথে হাঁটি
    পথ হতে বহু দূরে,
    কে আছো,সঠিক পথ
    আমায় দিবে দেখে ?
    দিন কাল সবই আমায়
    সময়ে দিয়েছে বেঁধে,
    বেকুব আমি,সকাল হতে সন্ধ্যা
    ঘুরে বেড়াই ভুল পথে।
    কে আছো,সঠিক পথ
    আমায় দিবে দেখে ?
    এ পৃথিরীর দূর্গম পথে আছে
    কত না পথ দিশারি,
    কেউবা আছে সঠিক পথে-
    কেউবা হয়, ভুল পথে অনুসারি।
    সময় যতই যায়,তত মনে
    আমার আসে হতাশা,
    দিক নির্দেশনা না জেনে
    আমি হলাম দিশেহারা।
    কে আছো,সঠিক পথ
    আমায় দিবে দেখে ?
    নিশানা ধরে দাও আমায়
    যে পথে গুণিজন গেছে চলে,
    আমি ভুল পথে পাঁ ফেলে
    হয়েছি পথভ্রষ্ট,পাইনি পথ খুঁজে।
    আমি ভুল পথে হাঁটি
    পথ হতে বহু দূরে,
    কে আছো,সঠিক পথ
    আমায় দিবে দেখে ?
            -----///-----
    জীবন মুখী কবিতা।
    মোঃ রোকন আহমেদ।
    ১৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাবন্দ।