রোকসানা সুখী

রোকসানা সুখী
জন্ম তারিখ ১ জানুয়ারী ১৯৮৬
জন্মস্থান কুমিল্লা , বাংলাদেশ
বর্তমান নিবাস কান্দিরপাড়, কুমিল্লা , বাংলাদেশ
পেশা প্রকাশক

কবি রোকসানা সুখী ১লা জানুয়ারি ১৯৮৬ ইং সালে কুমিল্লা জেলার সুয়াগাজির পূর্ববট্টগ্রাম (কাজী বাড়ি) জন্মগ্রহণ করেন। প্রকাশিত একক কাব্যগ্রন্থ 'কাব্যের জলছাপ' 'কবিতা তুমি আমার' এবং 'আশাবাদী চাষা'। রোকসানা সুখী সম্পাদনায় প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ- শব্দচাষীর কাব্যকথা, স্বপ্নযাত্রা, কবিতার কলরব, শব্দের আলোড়ন, রোমাঞ্চের নীলপদ্ম, চন্দ্রগ্রহ ও জ্যোৎস্নার জোনাক। তিনি 'স্বপ্নকথা সাহিত্য পরিষদ-স্বসাপ' প্রতিষ্ঠাতা সভাপতি, 'বাংলাদেশ কবি সংগঠক ঐক্য ফোরাম- প্রতিষ্ঠাতা,'স্বপ্নকথা ম্যাগাজিন' সম্পাদক ও 'স্বপ্নকথা প্রকাশনী' প্রকাশক। এক নাগালে তিনি কবি-সাহিত্যিক, সংগঠক, সম্পাদক, প্রকাশক ও গীতিকার । তিনি সমাজের নারীদের প্রতি অন্যায়ের প্রতিবাদে ও অন্ধ কুসংস্কারকে বিরুদ্ধে একজন দুঃসাহসিক প্রতিবাদী নারী। তিনি দেশ, প্রকৃতি, প্রতিবাদী, বিরহী অনেক কবিতা, গীতি কবিতা, প্রবন্ধ, গল্প, ছড়া, ছোট গল্প, গান ও নাটক বিভিন্ন পত্র-পত্রিকায় লিখছেন। ইতিপূর্বে তিনি কোলকাতার 'সিতারা কাব্যরত্ন সন্মাননা সহ বাংলাদেশের সাহিত্য সাংস্কৃতিক সংগঠনগুলোতে একাধিক সম্মাননা লাভ করেছেন।

রোকসানা সুখী ৪ বছর ১০ মাস হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে রোকসানা সুখী -এর ৩টি কবিতা পাবেন।

তারিখ
শিরোনাম
মন্তব্য
২৪/১১
৮/৭
৭/৭