মহাসমুদ্র হার মেনেছে ডাগর চোখের গভীরতায়
ওই চোখে দেখি বিশাল আকাশ আর নীলাদ্রি
কখনো রৌদ্রের প্রখরতা
কখনো মেঘে মেঘে বজ্রপাত
কখনো বৃষ্টি স্নাত নীরব বিকেল।


পূর্ণিমা রাতে জ্যোৎস্নার আঁচলে লুকায় ঝিঁঝিঁদের দল
কপোলের কালো তিল তারা হয়ে উঁকি দেয় হৃদ আঙিনায়
নিঝুম নিস্তব্ধ রাত্রি অপেক্ষার প্রহর গুনে
পাশে আসবে হাত ধরে বলবে.....।
আগমনে কাটবে গভীর রাতের নীরবতা
শেখাবে ভালোবাসার সঠিক শৃঙ্গার।


গোলাপ পাপড়ি ঠোঁট দেখে লজ্জায় নুয়ে পড়বে
কাননের হাজার গোলাপ।
রোমশ শরীরের মাতাল গন্ধে হার মানবে হরেক ফুলের সুবাস
মুগ্ধতা ছড়িয়ে পড়বে আকাশে বাতাসে
এক ফালি চাঁদের আলোয় আলোকিত হবে ছোট্ট কুঠি।


ছেচল্লিশটা বছর কেটে গেলো.....
অপেক্ষা আর চাতকের মতো পথ পানে চেয়ে
আকাশের জ্বল জ্বলে তারাদের দেখে
কতো পূর্ণিমা আর অমাবস্যা পার করেছি
তার হিসেবের খাতার পাতা শেষ
এখন আর লিখতে পারিনা
প্রান্ত বেলা গ্রাস করেছে কায়া
হৃদয়টা ঠিক আগের মতোই আছে যৌবনে পূর্ণ।


রচনাকালঃ
১৫ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।