আর ক’টাদিন সবুর করো রসুন বুনে যাইরে,
স্বপ্ন গুলো দিচ্ছে ধরা এক এক করে ভাইরে।
খাজনা যতো চুকে যাবে
আসল সুদে সবি পাবে
পাওনা সবি পাবেরে ভাই ভয়ের কিছু নাইরে।
সকল দেনা দিয়ে যদি সুখের মরণ পাইরে।


আসবে আবার সুনীল সকাল গাইবে পাখি গান যে,
হয়তো তখন ফিরে পাবো হারানো সব মান যে।
বটের ছাঁয়ায় বসবে মেলা
নাচে গানে কাটবে বেলা
সুখের আবাস গড়বো আবার বুনবো নতুন ধান যে,
ফলবে ফসল কাটতে সে সব কাস্তে দেবো শান যে।


গাঙে আবার আসবে জোয়ার পাল তোলা নাও ভাসবে,
উজান স্রোতে সেই তরীতে সুহৃদ-স্বজন আসবে।
বলবে সবাই আছো কেমন?
একটু হাসো, হাসতে যেমন
নিথর চোখে থাকবো চেয়ে হৃদয় তখন হাসবে
হারিয়ে যখন যাবো আমি কাকে ভালোবাসবে!!



৪ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দ।