কোন্ কুজনে নির্জনে আজ একলা পথে চলা
সব ভুলেছি যা করেছো জীবন নিয়ে ছলা
আজ বিবাগী দিগম্বরী, দিঘি শ্যাওলা ঢাকা
কেউ নাহেনা এখন সেথা থমকে প্রমোদ চাকা।


কাকজ্যোৎস্না ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ হাসি হাসে
আমোদ কাটা সেদিন কী আর বারংবারে আসে!
কানন ভরা ফুলের সুবাস গেলো কোথায় বলো
তৃষিত হৃদ ব্যাকুল কেনো অক্ষি ছলো ছলো!


গণিতবিদ্যা রপ্ত ভালো হিসেব কষে দেখো
হৃদ মাঝারে সফেদ খাতায় শুন্যটাই লেখো
প্রাণ পিয়াসি আর কতো প্রাণ ছুড়বে আঁধার গুহায়?
ফাঁদের বোনা জাল কাটতে দাঁত শেনেছে চুহায়।।


৩০ নভেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ।