ইচ্ছেরা সব খেলার পুতুল ইচ্ছে যেমন খেলে
মাছেরওতো বাঁচার ইচ্ছে কিন্তু ধরে জেলে।


পাখির ইচ্ছে উড়বে অনেক ছুটবে আকাশ পানে
কোকিল সেতো সকাল বেলা মুগ্ধ করে গানে।
তবু তাদের শিকার করে বন্দি করে খাঁচায়
ইচ্ছে তাদের কেউ এসে য্যান্ মৃত্যু থেকে বাঁচায়।


ফুলের ইচ্ছে গাছে রবে সুবাস দিবে ভরে
হায় অভাগা সেই ফুলইতো সন্ধ্যা হলে ঝরে।
গাছ থেকে কেউ ছিড়ে নিয়ে নোটন খোঁপায় পরে
পুঁজোর থালায় অঞ্জলি দেয়, দেবী তুষ্ট করে।


চাঁদের ইচ্ছে জ্যোৎস্না দিবে, মেঘে করে কালো,
ইচ্ছে গুলোর সমাধিতে অগ্নিলাভার আলো!!


২৮ অাগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ।