নয় সেতো পরগাছা যেথাসেথা গজবে
আছে তার পরিচয় তাই জেনে ভজবে।
অঞ্জলি ফুলঢালি শোভিত যে দেবতায়
পাল্টাতে পারোনা আছো বলে ক্ষমতায়।


ক্ষণিকের ক্ষমতা
মনুষ্য যে পায় তা
তাতে হও পথহারা মনে নেই ভয়,
ঈশ্বর বসে আছে
দূরে নয় খুব কাছে
স্রষ্টার শক্তি মিছে বা ফিকে নয়।


মিছে মোহ ভালোবাসা ফিকে হয়ে আসবে
পাপের বোঝা ভারি হয়ে হৃদাকাশে ভাসবে
সময় আজো আছে কিছু দু'হাত জুড়ে মাঙো
অহমিকার পাহাড় এবার নিজের জন্য ভাঙো।


স্রষ্টা কবুল করলে পরে আসবে যে দিন  ঘুরে
হৃদাকাশে বসত যে তাঁর নয়তো তিনি দূরে।।



রচনাকাল:
২৯ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ।
ঢাকা, বাংলাদেশ।