থাকবোনা আর বুঝবে তখন পড়বে স্মৃতি মনে
কপোল বেয়ে অশ্রুধারা ঝরবে নির্জনে,


মেঘের সাথে করবো খেলা
উড়ে উড়ে কাটবে বেলা
হাত দু’খানা হবে তখন চাতক পাখির ডানা,
অক্ষি হবে র্ঝণাধারা
হৃদয় হবে বাঁধনহারা
সঙ্গি হয়ে উড়বে সাথে! তাতে কঠোর মানা।


বটের ছায়ায় আগলে রেখে যে জন দিতো ছায়া
খুঁজবে যখন বুঝবে তখন মাঙবে স্নেহ মায়া।


দেখবে আঁধার চারিদিকে
পৃথ্বী তখন লাগবে ফিকে
হয়তো তখন স্মৃতিগুলো হৃদারশিতে ভাসবে,
চলার পথটা কন্ট ঘেরা
হবে কি আর লক্ষে ফেরা?
আজকে যারা সুহৃদ-স্বজন কট্ট হাসি হাসবে।


স্নেহ মায়া ভালোবাসার মূল্য সেদিন বুঝবে
অক্ষি যুগল খুলবে তখন মোহ সকল ঘুচবে
হৃদারশিতে নিজকে দেখে ঘেন্নাতে শির কুঁজবে
মাটির খাঁচায় অন্ধকারে কোথায় তখন খুঁজবে?



রচনাকালঃ
২৮ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ।