ঘুমিয়ে কেনো আছো আজো বঙ্গ মায়ের তরুণ সেনার দল,
এবার জাগো নিপাত করো দেশ ধ্বংসে করছে যারা ছল। 
গর্জে উঠো জিঞ্জির ভেঙ্গে মুক্তি কামী বীর সেনারা সব,
জ্বলছে দেখো সোনার বঙ্গ, শ্মশানে পুড়ে বিবেক শব।


শ্রমিকরা আজ নির্যাতিত, ধর্ষিতা হয় নারী,
সন্তান হয় পিতৃ হারা, মায়ের আহাজারি।
তোমরা এসো ঘূর্ণি হয়ে, চুর্ণ করতে ত্রাস,
কোন রাহুতে বঙ্গ মম করছে দেখ গ্রাস।


প্রীতিলতা, সূর্যসেন আর ভাসানীর রুপ নিয়ে,
এবার জাগো বীরেরা সব ক্লান্তি ঝেড়ে দিয়ে।


রক্তে কেনা বঙ্গে আজো অঝোর রক্ত ঝরে,
দূর্গ ফের গড়ে তোল বঙ্গের প্রতি ঘরে।


আর নয় শান্ত এবার অশান্ত বিদ্রোহ কর ন্যায়ে,
হও আগুয়ান যোদ্ধাদল সাম্যের গান গেয়ে। 
তোমাদের তরে তাকিয়ে বঙ্গ এবার জাগার পালা,
তোমরা মিটাবে কোটি বাঙ্গালীর হৃদের যত জ্বালা।