বঙ্গবন্ধুর প্রিয় ছিলো
শিশুর কোলাহল,
আদর পেয়ে ভালোবাসায়
ছুটতো শিশুর দল।


শিশু কিশোর সবাই যে তাঁর
ছিলো খেলার সাথী,
তিনি ছিলেন সব কিশোরের
আঁধার পথের বাতি।


তাঁকে কাছে পেলে সবাই
থাকতো নন্দে মেতে,
কোন শিশুর বাধ (বাধা) ছিলো না
পিতার কাছে যেতে।


স্নেহের পরশ দিয়ে পিতা
উঠতো মেতে গল্পে,
তুষ্ট কিশোর হতো নাতো
সঙ্গ পেলে অল্পে।


বঙ্গবন্ধু জাতির পিতা
থাকুক না যে প্রান্তরে,
আজো যে তাঁর বসত গড়া
সকল শিশুর অন্তরে।


রচনাকালঃ
২৮ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।