কার ডাকে দেশ স্বাধীন হলো তোমরা কী তা বলতে পারো?
স্বাধীনতার স্বাদ দিলো কে তোমরা কী তা বলতে পারো?
লাল সবুজের পতাকাটা দিলো কে সে বলতে পারো?
কার ডাকে সব দামাল সেনা যুদ্ধে গেলো বলতে পারো?
উন্নত শির আজকে তোমার, কার দেয়া তা বলতে পারো?
বিশ্ব জুড়ে আজকে যে মান, কে দিলো তা বলতে পারো?


প্রশ্ন গুলো লাগছে আজব তাই বুঝি কী ভাবছো বসে?
ইতিহাসের পাতায় পাতায় ক্যান দেখোনা হিসেব কষে?
বঙ্গ জুড়ে খুঁজে দেখো সকল হৃদে নামটা যে তাঁর,
বিশ্ব জুড়ে পাবে নাতো এমন নেতা কোত্থাও আর।


সব বাঙালির হৃদয়ে বাস জাতির পিতা তিনি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমরা সবে চিনি।



রচনাকালঃ
২৪ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি