একাত্তরের সাতই মার্চে
রেড়কোর্স ময়দান,
বীর জনতায় পূর্ণ ছিলো
শুনতে আহ্বান।


উনিশ মিনিট নেতার কথায়
টকবগিয়ে রক্ত,
উঠলো কেঁপে পাক শাসকের
শোষনীত তক্ত।


নেতার ভাষণ গড়লো আসন
সাত কোটি বীর মনে,
যুদ্ধে যাবে স্বাধীন হবে
বদ্ধ হলো পণে।


তৈরী হতে থাকলো সবে
যুদ্ধে যাওয়ার জন্য,
পাক মুক্ত বাঙলা গড়ে
বিশ্বে হবে গণ্য।


জাতির পিতার এই ভাষণে
কী যে যাদু ছিলো!
ন’মাস জুড়ে যুদ্ধ করে
বাঙলা স্বাধীন হলো।



রচনাকালঃ
২৫ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।