খুঁজবে তুমি খুঁজবে আমায় সকল ভুলই ভাঙবে,
সাদায় সাদায় উঠবে ভরে, নাইবা রঙে রাঙবে।
হয়তো তখন স্মৃতি মম কাঁটা হয়েই বিধঁবে,
উৎলে ওঠা যৌবন দ্বীপ একেবারেই নিভবে।


সকল দুয়ার
খুলবেনা আর
লালসাতেই ভরবে,
সাজবে আসর
ছলের বাসর
তোমায় নিয়ে গড়বে।


সেই বিছানা, একলা তোমার, মন যাতনায় নুঁচবে,
দেখবে নাকো, বুঝবে শুধুই, শরীর তোমার সুঁচবে।
কাঁদবে তুমি, দেখবেনা কেউ স্বজন হারা সঙ্গ,
মিটবে তোমার জীবন থেকে সব সাজানো রঙ্গ।


নতুন জীবন
হৃদের মরণ
নিত্য তুমি মরবে,
সব মেকী সুখ
ব্যথা ভরা বুক
তাতেইতো ভরবে।


পড়বে ভাটা, কাঁদবে হৃদ, অথৈ স্রোতে ভাসবে,
সেদিন দেখো, কোন স্বজনী, কে বাঁচাতে আসবে?
দেখবে সবে, হাসবে শুধু এখন যারা আপন,
যাদের কথায় দেখো তুমি নিত্য নতুন স্বপন।


পরাধীনতায়
কতো মজা হায়
বুঝবে সেদিন তুমি,
ভাঙবে যে ভুল
হারিয়ে দু'কুল
ধুসর বিরান ভুমি।


পড়বে নজর পুরুষ শত সোহাগ তোমার মাঙবে,
সতী বলে করছো দাবী, বড়াই তোমার ভাঙবে।
ক্ষণিক জোয়ার বইবে তোমার নতুন তরী গাঙ্গে,
হলির দিনেই রঙের মেলা, এক দিনইতো রাঙ্গে।


দেখবে তখন
আমার মতন
আগলে রাখার কেবা আছে,
যেইনা ফুরায়
সবাই হারায়
পাবেনা তখন কারো কাছে।


সব কিছুই গেছো ভুলে, মন ভেঙেছ নানান ছলে,
শাপ দিবনা, আশীষ দিব, সদা যেন দ্বীপ জ্বলে।
ভুলের মাশুল চাইবে দিতে সময় তখন অন্য,
ঘর ছাড়া এ পথিক তখন স্রষ্টা প্রেমেই ধন্য।