এখনো স্বপ্ন বুনি, তারা গুনি, ভৃগুর বুকে মিতালিতে মগ্ন
আকাশ বক্ষে বাসা বাঁধে এক পৃথ্বী কষ্ট
মেঘের আড়ালে উঁকি দেয় এক চিলতে বিষাদী চাঁদ।


আজো নদীর ধারে বালুচরে খেলা করে দূরন্ত বক
পদ্মদিঘীতে স্নানে মাতাল নব দম্পতি
নতুন জীবন, নব উদ্দীপনা আর উম্মাদনা
আঁড় চোখে তাকায় তৃষিত শঙ্খচিল
বেলা শেষে বিমুগ্ধ রজনী, ব্যথার নীলোৎপল।


এখনো ভৃগুর বুকে পুঞ্জীভূত কষ্টের নোনাজল
ঝর্ণা হয়ে ঝরে অবিরাম,
সাধ্বী পদ্ম কাননে হাতছানি দেয় জাগ্রত হৃষীক
প্রত্যয়ে কল্পিত অগ্নি বিলাস
ক্ষতের ভয়ে দূরে যায় বীভৎস রজনী।


যেখানে সর্পের আলিঙ্গন
সেখানে তোমার অবস্থান কোথায় হে পৃথিবী!!


৭ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ।