কথায় শুধু কথা বাড়ে গুরুজনে তাইতো বলে
অনেক কথা ভাসে আবার মাঝ সাগরের অথৈ জলে।
কারো কথার মূল্য অনেক বিকোয় যে তা চড়া দামে
কথা শুনে কারো আবার শরীর ভিজে নোনা ঘামে।


টকশোতেও কথা বেচেন মূল্য যে পান সাদা খামে,
ক্যানভাসারের কথায় দেখি পকেট থেকে টাকা নামে।
অল্প কথায় সাগর সম কম জনে'ই বলতে পারে,
হাত ইশারায় ভঙ্গি করে বাকহীনে তার কথা সারে।


কারো কথা মিষ্টি মধুর শুনেন সবাই মন দিয়ে,
কেউবা আবার সহজ কথা বলেন দেখি চোখ রাঙিয়ে।
কারো কথা খুব তেতো হয় কিন্তু অনেক মূল্যবান,
অনেক নারী কথায় হেরে কেঁদে'ই তারা জিততে চান।


সোহাগ ছাড়া কইলে কথা প্রেমিকা মুখ হয় ম্লান,
মিষ্টি সুরে প্রেমের কথায় সব বিরহ ভুলে'ই যান।
ভাঁড়ের কথায় হাসতে গিয়ে পেটে যে ভাই খিল ধরে,
কারো কথা শুনে নাকি অসুস্থ হয় বাতজ্বরে।


নেতার কথায় মুগ্ধ হয়ে শ্রোতারা দেন হাত তালি,
কথায় শুনি পেটও ভরে, খেতে বসে পাত খালি!


ভুবন জুড়ে অনেক কথা অনেক হৃদে আছে পড়ে,
কথায় শুধু কথা বাড়ে, কথায় কী আর পেট ভরে??
.
২৭ ফেব্রুয়ারি ২০১৭ খ্রিস্টাব্দ।