সাগর পাড়ে একলা বসে ভাবছে ভবঘুরে
ঢেউয়ে ঢেউয়ে গাইছে যে গান নিদারুণ এক সুরে
জলের গান কি বুঝে সবাই! মন কাড়া সে ছন্দ
এত্তো জলের এক সাথে বাস নেইতো তবু দন্দ।


দুর্নীতি নেই, ধর্ষণও নেই, নেই যে সেথা খুনি
সামান্য এই সমতলে কতো কেচ্ছা  শুনি
একটি কনা জলের মতো মানব হৃদয় হলে
ভুবন জুড়ে ত্রুটি ও পাপ যেতো রসাতলে।


জলে জলে ভালোবাসা ক'জনইবা বুঝে!
জগত জুড়ে পাবে নাকো এমন কাউকে খুঁজে
থাকতো যদি মানব হৃদে জলের ভালোবাসা
কেটে যেতো জগত জুড়ে হিংসে সর্বনাশা।


ওহে মানব সময় আছে শিখো জলের কাছে
তিন ভাগ জল তবু তারা কেমন সুখে আছে!
নেই বিদ্বেষ হানাহানি হিংসে মারামারি
জলের কাছে নেইতো দ্যাখো শক্তি কাড়াকাড়ি।


অধম ভবঘুরে
বসে জলের ধারে
জলে জলে মিলন দেখে ভাবনাতে মশগুল,
এমন যদি হতো
মানব জাতি যতো
জলের থেকে দীক্ষা নিয়ে ফোটাতো প্রেম ফুল।


রচনাকালঃ
২ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।