শিশুর খেলনা থেকে মেকাপের বক্সটা
কোথা থেকে এলো জানো? কোথা তার দেশটা?
বানালো তা কোন্ দেশ? কোথা পাওয়া যায়না!
লেবেলটা পড়ে দেখো, “মেড ইন চায়না”।  


ঘরে বসে টিভি দেখো, কুকারে ভাত রাঁধো
নানা রঙের ক্লিপ দিয়ে অপরূপ চুল বাঁধো
কোথা দেখে আসে সব! কোন্ দেশে পায়না!
লেবেলটা পড়ে দেখো, “মেড ইন চায়না”।  


মুঠোফোনে কথা বলো সেটা কোন্ দেশটার?
ব্যবহারের আসবাবে নেই আজ শেষ তার!
বলো ভাই আমরা কী তার কাছে দায়’না?
বাজারেতে গেলে সব “মেড ইন চায়না”।  


ট্রিট দিতে হবে আজ, খেতে হবে বাইরে
তার থেকে ফেরানোর উপায়তো নাইরে
চাইনিজ খাবে সবে ধরলো যে বায়না,
খাবারটা চেয়ে দেখো, “মেড ইন চায়না”।  


মহামারী করোনা বিশ্বে আজ হায়না...
তাতেও যে সাথে আছে “মেড ইন চায়না”।  



১৮ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ।